HighlightNewsদেশ

গণতন্ত্র দিবসের দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে অযোধ্যা মসজিদের; চলতি সপ্তাহেই প্রকাশ্যে আসবে মসজিদের চূড়ান্ত নকশা

টিডিএন বাংলা ডেস্ক: গণতন্ত্র দিবসের দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে অযোধ্যা মসজিদের। আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার দ্বারা বন্টিত পাঁচ একরজমিতে তৈরি হতে চলা অযোধ্যা মসজিদ এর চূড়ান্ত নকশা প্রকাশ্যে আসবে চলতি সপ্তাহের শনিবার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মসজিদ নির্মাণের জন্য গঠিত এক সদস্য।

ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব অতহর হুসেন জানিয়েছেন,”২০২১ সালের ২৬ জানুয়ারির দিন ট্রাস্ট অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কারণ সাত দশক আগে ওই দিনেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। আমাদের সংবিধান বহুত্ববাদের ওপর আধারিত যা আমাদের মসজিদ পরিচালনার মূল মন্ত্র।”

Related Articles

Back to top button
error: