টিডিএন বাংলা ডেস্ক: আগামী বছর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা মোট চারবার নেওয়া হবে। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পক্রিয়াল নিশংক। এদিন তিনি বলেন,২০২১ সালে এই সর্বভারতীয় ইঞ্জিনীরিং প্রবেশিকা পরীক্ষা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের পছন্দমতো ওই চার মাসের মধ্যে পরীক্ষায় বসতে পারবেন। ফেব্রুয়ারি মাসের পরীক্ষা হবে ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে। শুধু তাই নয় পরীক্ষার্থীরা চাইলে একাধিকবার পরীক্ষায় বসতে পারেন। কোনো পরীক্ষার্থী যদি চার বার পরীক্ষায় বসেন তাহলে সেক্ষেত্রে তার পরীক্ষার সেরা ফলাফলকেই বিবেচনা করা হবে।এর পাশাপাশি জেইই-র সিলেবাসেও কোন রকম পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নিটের ক্ষেত্রেও পাঠক্রমে কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না।সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার কথা মাথা রেখে সর্বভারতীয় ইঞ্জিনীরিং পরীক্ষার সময়সূচী ঠিক করা হবে বলে জানিয়েছেন রমেশ পোখরিয়াল।
We have examined your suggestions regarding JEE (Mains) and on the basis of the same, I am announcing the schedule of the exam. @SanjayDhotreMP @EduMinOfIndia @PIB_India @MIB_India @DDNewslive @mygovindia https://t.co/yKUwnQRXlw
— Dr. Ramesh Pokhriyal Nishank ( Modi Ka Parivar) (@DrRPNishank) December 16, 2020