আন্তর্জাতিক

ফরাসী প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন, মন্তব্য ক্ষুব্ধ এরদোগানের

টিডিএন বাংলা ডেস্ক: ফরাসী প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। নবী হজরত মোহাম্মদ স. এর ব্যঙ্গ চিত্র নিয়ে বিতর্কের মাঝেই তীব্র কক্ষোভ পোষন করে এমনই মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, “ইমানুয়েল ম্যাক্রো কার্যত মানসিক রোগী। তার মানসিক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।” এদিকে, এরদোগানের মন্তব্যের পরেই বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। উল্লেখ্য, সম্প্রতি অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ স. নিয়ে কার্টুন দেখানোয় স্যামুয়েল পেটি নামে শিক্ষককে প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে ওই শিক্ষককে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার নিন্দা করে পাল্টা কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইন প্রণয়নের নিদান দেন। পাশাপাশি ব্যঙ্গ চিত্রের পক্ষেই কার্যত সাফাই দেন। আর তা নিয়েই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এরদোগান।

Related Articles

Back to top button
error: