আন্তর্জাতিক

লন্ডনের ক্যামডেনের দুর্গাপুজো

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সমস্ত রীতি মেনে ভারতীয় সময় ধরে সুইস স্কটিশ লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে দুর্গা পুজোর আয়োজনে। সরকারি নির্দেশানুসারে হচ্ছে পুজোর কাজকর্ম। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই মণ্ডপে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে পুজো উদ্যোক্তারা। প্রেসিডেন্ট ডঃ আনন্দ গুপ্ত জানান ” অতিমারির মধ্যেও আমাদের সমস্ত কাজকর্মের উৎসাহ পেয়েছি মা মহাশক্তির কাছ থেকে। আমরা প্রার্থনা করি এমন অস্থির অশুভ সময় কেটে গিয়ে আবার শুভ দিন আসুক।
সময়টা তখন ১৯৬৩, লন্ডনের কিছু বাঙালি তরুনের অনুরোধে অমৃতবাজার পত্রিকার তুষারকান্তি ঘোষ কুমারটুলি থেকে প্রতিমা পাঠিয়েছিলেন লন্ডনে। শুরু হল পথচলা দেখতে দেখতে ৫৬ বছর পার করে ৫৭ তম বর্ষে পা দিল এবারের ক্যামডেনের দুর্গাপুজো।

Related Articles

Back to top button
error: