মোহন ভাগবত সত্যিটা জানেন কিন্তু, স্বীকার করতে ভয় পান; চিনের অনুপ্রবেশ প্রসঙ্গে রাহুল গান্ধীর কটাক্ষ
টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই সারা দেশজুড়ে বিজয়াদশমির অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। একের পর সোস্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দ্যেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের প্রায় সমস্ত প্রথম সারির রাজনেতারা। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হেডকোয়ার্টারে অস্ত্রপুজার অনুষ্ঠান আয়োজিত হয়। এই উপলক্ষ্যে ভাষণ দিতে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, চিন তার সম্প্রসারণের নীতির কারণে ভারতে অনুপ্রবেশ করেছিল কিন্তু ভারতীয় সেনার পাল্টা প্রতিক্রিয়ায় নার্ভাস হয়ে যায় চিন। তিনি আরো বলেন, গোটা বিশ্ব চিনের এই সম্প্রসারণের নীতি খুব ভাল করেই জানে। প্রথমবার চিন আমাদের সেনাবাহিনীর অটল দেশপ্রেম এবং অদম্য সাহসীতা, আমাদের শাসকের স্ব-সম্মানজনক মনোভাব এবং আমাদের সকলের অবাধ্য নীতি ও ধৈর্য্যের মুখোমুখি হয়েছে। বর্তমানে তাইওয়ান, ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারতের সাথে লড়াই করছে চিন, কিন্তু ভারতের প্রতিক্রিয়া চীনকে নার্ভাস করে দিয়েছে। মোহন ভাগবতের এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। একটি টুইট করে তিনি লিখেছেন,”ভেতরে ভেতরে, মোহন ভাগবত সত্যিটা জানেন। উনি শুধুমাত্র সত্যের মুখোমুখি হতে ভয় পান। সত্যিটা হল চিন আমাদের জমি দখল করেছে এবং কেন্দ্র সরকার ও আরএসএস এতে অনুমোদন দিয়েছে।”