রাজ্য
মুর্শিদাবাদে পদ্মায় স্মান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু দুই ছাত্রের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ফের জলে ডুবে মৃত্যু। এবার
পদ্মায় স্মান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই ছাত্রের। রবিবার দুপুর নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চলের শিশুপাড়া এলাকায়। মৃত ওই দুই পড়ুয়া হলেন, তৌসিফ হাসান ওরফে দ্বীপ(১৮) ও ওসমান শেখ(১৫)। দ্বীপ এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং’য়ের ও ওসমান নবম শ্রেণীর পড়ুয়া। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।