টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে লাগাতার চার সপ্তাহেরও বেশি সময় ধরে দিল্লির সীমান্তে বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। এর মধ্যে বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের সদস্যদের বৈঠক হওয়ার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। এমনকি একদিন আগেও কৃষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে আসা বৈঠকের আমন্ত্রণকে খারিজ করা হয়েছে। এরপর আজ ফের একবার আন্দোলনরত কৃষক সংগঠনগুলির উদ্দেশ্যে চিঠি লিখে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে কেন্দ্র। আগের বারের মতো এবারেও কবে এবং কোন সময় বৈঠক হবে তা নির্ধারণ করার দায়িত্ব কৃষক সংগঠনের সদস্যদের দিয়েছে সরকার। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের আশা কথোপকথনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হবে।