টিডিএন বাংলা ডেস্ক: সহজ-সরল ঘরের মেয়ে পেয়ে রোজ গালাগালি করছেন। সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমন করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অর্ধনগ্ন অর্ধনর ভাষায় যে ভাষাগুলো তাঁরা ব্যবহার করছে, আর যার যার সম্বন্ধে ব্যবহার করছে। ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি, সহজ-সরল ঘরের মেয়ে, সে তো প্রতিবাদ করে না। সে জানে আরে করতে দাও, কত আর যায়-আসে শেষ অবধি আমি জিতব।’ আমাকে আঘাত করতে করতে বাংলার মনীষীদের আঘাত করা শুরু করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান পালটে দিয়েছে।