রাজ্য

আনিস কান্ডে সিবিআই তদন্ত চেয়ে আবারও পথে নামল বাম ছাত্র-যুব সংগঠন

ইব্রাহিম মণ্ডল, টিডিএন বাংলা, কলকাতা : আনিস কান্ডে সিবিআই তদন্ত চেয়ে আবারও পথে নামল বাম ছাত্র-যুব সংগঠগুলি। এদিন এই দাবিতে বিকালে রাজাবাজার মোড়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। এসএফআই ও ডিওয়াইএফআই-এর সেই বিক্ষোভ মিছিল থেকে দাবি করা হয় অবিলম্বে আদালতের নজরদারিতে আনিস খান হত্যার সিবিআই তদন্ত করতে হবে। এদিনের সভা থেকে বক্তারা আনিস কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কাশ পুতুল দাহ করার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। রাজাবাজার মোড়ে তারা অবস্থান বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এরপর সেখান থেকে তারা মিছিল নিয়ে কলেজের স্ট্রিটের দিকে রওনা দেয়। তাদের বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে পুলিশের ভূমিকার বিরুদ্ধে তারা তীব্র ধিক্কার জানান।

এক আন্দোলনকারী বলেন, “পুলিশ কুশ পুতুল চুরি করছে। আর মুখ্যমন্ত্রী মমতা রাজ্যে চাকরি চুরি করছে, যুবকদের ভবিষ্যৎ চুরি করছে।”

Related Articles

Back to top button
error: