কেন্দ্রের একাধিক নয়া নীতির ফলে কর্মহীন হয়ে পড়া মানুষদের আইনি সুরক্ষা দিতে এগিয়ে এলো লিগ্যাল সেল
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির ফলে কর্মহীন হয়ে পড়া মানুষদের আইনি সুরক্ষা দিতে এগিয়ে এল লিগ্যাল সেল কমিটি। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের একদল আইনজীবী গড়ে তুলেছেন এই লিগ্যাল সেল কমিটি।
অসহায় মানুষ যাঁরা আইনি সুবিধা নিতে চান তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা দেবেন তাঁরা। রবিবার কলকাতায় বৈঠকে বসেছিলেন মানবাধিকার সুরক্ষা সংঘের সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি শামিম আহমেদ। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা সংঘের ২০ হাজার সদস্য রাজ্যজুড়ে মানুষের মানবাধিকার রক্ষায় কাজ করছেন। সারা রাজ্যে তাদের পাঁচ লক্ষের বেশি সাপোর্টার আছে বলে জানান তিনি। অর্থের অভাবে বহু মানুষ সুবিচার পান না। কারণ আইনজীবী নিয়োগ করার মত অর্থ তাদের থাকে না। সেই সব মানুষদের সুবিচার দিতেই তাদের এই উদ্যোগ বলে এ দিন জানান শামীম আহমেদ। সংগঠনের রাজ্য সভাপতি ড: আখতারুদ্দিন মোল্লা, ফরিদ খান, উমেশ কুমার সাউ প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।