রাজ্য

আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘট, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘট। তিন দিনের এই ধর্মঘটের ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা। মূলত কেন্দ্রীয় সরকারের আইন রাজ্য সরকার না মানা, সিভিক ভলান্টিয়ার ও পুলিশের জুলুমবাজির কারণ জানিয়েই এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে ট্রাক মালিকরা। ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ট্রাকে বাড়তি লোডিংয়ের বিষয়ে যে আইন চালু করেছেন, এ রাজ্য সরকার তা এখানে বলবৎ হতে করছে না। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন রাস্তায় ট্রাকচালকদের উপর সিভিক ভলান্টিয়ার ও পুলিশের তেলা আদায়ের তোলাবাজিতে খরচ বেড়ে যাচ্ছে। বাধ্য হয়েই তিন দিনের জন্যে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: