রাজ্য

নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত তিন, মুর্শিদাবাদের রেজিনগরে শোকের ছায়া

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের।

ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হলো মুর্শিদাবাদের রেজিনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতরা হলেন, হাজী দেলোয়ার শেখ, কেতাবুল শেখ ও মনিরুল ইসলাম। এদিকে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা।

ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এদিন পলাশী থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল লরিটি। তখনই রেজিনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে লরিটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। পরক্ষণেই দাঁড়িয়ে থাকা ওই তিন ব্যক্তিকে ধাক্কা মারলে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

Related Articles

Back to top button
error: