টিডিএন বাংলা ডেস্ক: জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে ফের মোদী সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী। রাজ্যগুলিকে জিএসটি রাজস্বর ভাগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর পাশাপশি বড় বড় উদ্যোগপতিদের জন্য কাজ করার অভিযোগ করেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”১. কেন্দ্র রাজ্যগুলিকে জিএসটি রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ২. প্রধানমন্ত্রী এবং করোনা অর্থব্যবস্থা ধরাশায়ী করে দিয়েছে। ৩. প্রধানমন্ত্রী উদ্যোগপতিদের ১.৪ লাখ কোটি টাকার ট্যাক্সে ছাড় দিয়েছেন, নিজের জন্য ৮৪০০ কোটি টাকার দুটি বিমান কিনেছেন। ৪. রাজ্যকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনো টাকা নেই। ৫. অর্থমন্ত্রী রাজ্যগুলিকে বলেছিলেন— ঋণ নাও।
আপনার মুখ্যমন্ত্রী কেন মোদির জন্য আপনাদের ভবিষ্যত বন্ধক রাখছেন?”