নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, দিল্লি: পশ্চিমবঙ্গের প্রায় ৪৪ লক্ষ মানুষের জীবন আর্সেনিকে বিপন্ন বলে অভিযোগ তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করলেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: কাসেম রসূল ইলিয়াস। সোমবার টুইটারে দলটির কেন্দ্রীয় সভাপতি লেখেন,”পশ্চিমবঙ্গের প্রায় ৪৪ লক্ষ মানুষের জীবন আর্সেনিকে বিপন্ন। একবিংশ শতকেও কোনও সরকার পরিশ্রুত জলের ব্যবস্থা করতে পারেনি,এটা তাদের চরম ব্যর্থতা।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এসকিউআর ইলিয়াস প্রশ্ন করেন,” আর্সেনিক নিয়ে মোদি ও মমতা সরকারও নীরব কেন? গরীব,প্রান্তিক মানুষ কিভাবে জল কিনে খাবে?”
উল্লেখ্য, কলকাতা সংলগ্ন এলাকা-সহ রাজ্যের প্রায় ৪৪ লক্ষ মানুষের জীবন আর্সেনিকের কবলে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের চলতি বছরের রিপোর্টে তথ্য উঠে এসেছে। তবে পরিবেশ কর্মী,সমাজ কর্মীদের মতে, জলশক্তি মন্ত্রকের রিপোর্টে উল্লিখিত সংখ্যার তুলনায় প্রকৃত অবস্থা আরও অনেক বেশি খারাপ।
Over 4.4 million people in Bengal are exposed to Arsenic contaminated water. Even in 21st century no govt has been able to provide them safe drinking water. It is an utter failure.Why Narendra Modi and Mamata Banerjee government silent over the issue?
— Ilyas SQR (@Dr_SQRIlyas) October 12, 2020
পশ্চিমবঙ্গের ভাঙড়ে আর্সেনিক মুক্ত জলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ওয়েলফেয়ার পার্টি। গত ২০১৬ সালের নির্বাচনে দলটি এই ইস্যুতে প্রচার করেছিল। ওই দলের নেতা আবু জাফর মোল্লা জানান,”আমরা দীর্ঘদিন ধরে বলছি রাজ্যে বহু জেলার জলে আর্সেনিক। এর ফলে মানুষের বিভিন্ন অসুখ হচ্ছে। কংগ্রেস, বামফ্রন্ট জামানার পর তৃণমূল আমলেও পরিশ্রুত জল দিতে পারছে না। কেন্দ্রের বিজেপি সরকারও নীরব। রাজ্যে আর্সেনিক মুক্ত জলের জন্য কোনও সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়নি।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের চলতি বছরের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে সরকারকেই ভাবতে হবে। মানুষ কি খাওয়ার জলও পাবে না?”