HighlightNewsদেশ

ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা

টিডিএন বাংলা ডেস্ক: আউরঙ্গাবাদে মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওরঙ্গজেবের সমাধি ক্ষেত্র। বৃহস্পতিবার, “আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া”-র তরফ থেকে জানানো হয়েছে যে, আউরঙ্গাবাদের খুলদাবাদে ওই স্মৃতিসৌধের নিরাপত্তা আরও বাড়ানোর বন্দোবস্ত করা হয়েছে। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ৫ দিনের জন্য ওই স্মৃতিসৌধ বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সমাধিস্থলের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন উদ্ধব ঠাকরের সরকার। তাই নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার থেকেই স্মৃতিসৌধের বাইরে মোতায়েন করা হয়েছে ছ’জন পুলিশকর্মীকে।

চলতি মাসের শুরুতে ওই সমাধিস্থল দর্শন করতে আসেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এরপর থেকেই বিতর্কের সৃষ্টি হয়। ওয়াইসির ওই সমাধিস্থল পরিদর্শনের পর এনসিপি প্রধান শরদ পওয়ার প্রশ্ন তোলেন, হঠাৎ কেন এখানে এলেন ওয়াইসি। এই পরিদর্শনকে কেন্দ্র করে কোনো রকম বিতর্কের সৃষ্টি হবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন শরদ পওয়ার। সেই আশঙ্কা সত্যি করে এরপরে শিবসেনা ও রাজ ঠাকরের দলের তরফে সমালোচনা করা হয় ওয়াইসির মহারাষ্ট্র সফরের। ওয়াইসির ওই সফরের পরে ট্যুইটারে ক্ষোভ উগরে দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতা গজানন। তিনি লেখেন,”শিবাজীর ভূমিতে এক মোঘল শাসকের সমাধি কেন থাকবে?”একইসঙ্গে তিনি দাবি করেন, যদি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হয়, তাহলে ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা এখানে এসে মাথা ঠুকতে পারবেন না।

Related Articles

Back to top button
error: