শ্মশানের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২!

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার শ্মশানঘাটে এক ব্যক্তির সৎকার করতে গিয়ে হঠাতই ভেঙে পড়ে স্বশানঘাটের ছাদ। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। এই ঘটনায় কার্যত শোরগোল পড়ে যায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরের শ্মশানে। প্রশাসন তৎপরতার সাথে উদ্ধারকাজ শুরু করলেও রীতিমতো প্রশ্নবিদ্ধ যোগী প্রশাসন। এদিকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় চল্লিশ জন ধ্বংস্তূপের নীচে আটকে ছিলেন। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে।