আজ কেন্দ্রের সাথে কৃষক সংগঠনের প্রতিনিধিদের অষ্টম দফার বৈঠক; রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর

টিডিএন বাংলা ডেস্ক: আজ কেন্দ্রের সাথে আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধিদের অষ্টম দফার বৈঠক। আজ দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে এবং এমএসপিকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয় শামিল রয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর হওয়া বৈঠকে খড় এবং বিদ্যুৎ সম্পর্কিত বিল নিয়ে কৃষকদের দাবি মেনে নিয়েছিল কেন্দ্র।

এদিকে,আজকের বৈঠকের আগেই কৃষকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনোভাবেই কৃষি আইন প্রত্যাহার ব্যতীত অন্য কিছুতে রাজি হবেন না। এমনকি যদি তাদের দাবি মানা না হয় তাহলে প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ ২৬ জানুয়ারি আন্দোলনরত কৃষক সংগঠনগুলির তরফ থেকে দিল্লির ভেতরে প্রবেশ করে ট্রাক্টর মার্চ করা হবে। উল্লেখ্য,বিগত বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধিদের কাছে কৃষি আইন বাতিলের বদলে অন্য কোন বিকল্প দেওয়ার অনুরোধ করেছিলেন যাতে, সেই বিষয়ে আলোচনা করার জন্য একটি কমিটি তৈরি করে সিদ্ধান্ত নেওয়া যায়।

সূত্রের খবর অনুযায়ী, কৃষকদের লাগাতার বিরোধীতার মধ্যেই আজকের বৈঠকের আগে কেন্দ্রীয় সরকারের রণনীতি নিয়ে আলোচনা করতে রবিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন।