টিডিএন বাংলা ডেস্ক: ৮ ডিসেম্বর কৃষকদের আহ্বায়িত “ভারত বনধ”-এর একদিন আগেকৃষক আন্দোলনকে সমর্থন করে এবং কৃষকদের ওপর হওয়া “অত্যাচার এবং অন্যায়ের” তীব্র বিরোধিতা করে টুইট করে ফের মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন, “৮ ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণ ভারত বনধ হবে। আমরা এর (বনধের) সম্পূর্ণরূপে সমর্থন করবো। দেশের অন্নদা তার ওপর অত্যাচার এবং অন্যায় অসহনীয়। ‘আদানি-আম্বানি কৃষি আইন’ ফেরত নাও!”
8 दिसंबर को किसान क्रांति के समर्थन में शांतिपूर्ण भारत बंद है। हम इसका पूर्ण रूप से समर्थन करेंगे।
देश के अन्नदाता से अत्याचार और अन्याय असहनीय है।
‘अदानी-अंबानी कृषि क़ानून’ वापस लो! pic.twitter.com/qlSpRtYnhW
— Rahul Gandhi (@RahulGandhi) December 7, 2020