কৃষক আন্দোলনের সমর্থনে রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দিতে এসে বিফল প্রাক্তন খেলোয়াড়রা; সাক্ষাৎ করলেন না রাষ্ট্রপতি

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনের সমর্থনে এবং আন্দোলনকারী কৃষকদের বিক্ষোভ মিছিল রুখতে কাঁদানে গ্যাস ও জলকামান, লাঠিচার্জের মত “বল প্রয়োগের” বিরোধিতা করে নিজেদের রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দিতে এসে বিফল হলেন একাধিক প্রাক্তন খেলোয়াড়রা। এদিন তারা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে অগ্রসর হলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি না থাকার কারণে পুলিশ তাঁদের বাধা দেয়। এর ফলে পুরস্কার ফেরত না দিয়েই চলে যান প্রাক্তন খেলোয়াড়রা। এই খেলোয়াড়দের মধ্যে এদিন শামিল ছিলেন অর্জুন পুরস্কার বিজেতা, পদ্মশ্রী পুরস্কার বিজেতা, ধ্যানচাঁদ পুরস্কার বিজেতা, গুরু দ্রোণাচার্য পুরস্কার বিজেতা সহ অন্যান্য রাষ্ট্রীয় পুরস্কার বিজেতা খেলোয়াড়রা।