HighlightNewsদেশ

ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কড়া হোক নজরদারি, নির্দেশ শীর্ষ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ওটিটি প্লাটফর্মের উপর নজরদারি করা করার নির্দেশ দিল শীর্ষ আদালত। বুধবারই ডিজিটাল প্লাটফর্ম তথা অতিথি প্ল্যাটফর্মগুলোতে নজরদারি প্রসঙ্গে একটি মেমোরেন্ডাম প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর তারপরের দিনই একটি মামলার শুনানির সূত্রে এ প্রসঙ্গে কড়া নজরদারির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে অতিথি প্ল্যাটফর্ম তথা ডিজিটাল প্লাটফর্মে ঠিক কি কি দেখানো হবে তা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা প্রয়োজন আছে।শুধু তাই নয় গোটা বিষয়টিতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলেও জানিয়ে দিয়েছে আদালত। এদিন অ্যামাজন প্রাইমে সম্প্রসারিত “তান্ডব” ওয়েব সিরিজ নিয়ে চলতে থাকা একটি মামলার শুনানি চলাকালীন আদালত জানিয়েছে পর্নোগ্রাফির মতন ছবিও এই সমস্ত প্লাটফর্মে দেখানো হচ্ছে তাই এগুলোর উপর বিশেষ নজরদারি প্রয়োজন রয়েছে।

Related Articles

Back to top button
error: