রাজ্য

ফ্রি কম্পিউটার সেন্টারের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং কেন্দ্রের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের এখানে বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশীষ কুমার। পার্কসার্কাস জাননগরে এই এম ডি, ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার লার্নিং সেন্টারে কলকাতার যেকোনো জায়গার ছেলে মেয়েরা বিনামূল্যে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে বলে জানিয়েছেন এই সংস্থার কর্ণধার মহম্মদ জাহিদ। তিনি আরো জানিয়েছেন, তার বড় ছেলে মহম্মদ আতিফ জাহিদ ২০১১ সালে একটি গাড়ি এক্সিডেন্টে মারা যায় তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান খোলা হল। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এখন বর্তমানে কুড়িটি কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ চলবে পরে আরো ১০০ টি কম্পিউটার করে দেওয়ার ইচ্ছা ওনার আছে। এখানে পরীক্ষার মাধ্যমে উচ্চতম সফল দুজন ছাত্র ছাত্রীর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়েছেন এবং তারা যত দূর পড়াশোনা করবে তার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন। স্থানীয় এলাকার স্টুডেন্টরা বিনামূল্যে কম্পিউটার শিখতে পারবে বলে খুব খুশি।

Related Articles

Back to top button
error: