HighlightNewsরাজ্য

কাঁথি হাসপাতালের রোগীদের দেওয়া হল বাংলাদেশী ওষুধ, আতঙ্কিত রোগীর পরিবার, তদন্তে স্বাস্থ্য দফতর

টিডিএন বাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুরের কাঁথির সরকারি হাসপাতাল রোগীদের দেওয়া হল বাংলাদেশী ওষুধ। সেই ওষুধে নেই তৈরি হওয়ার ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ। যার ফলে সেই ওষুধ খেয়ে রোগ নিরাময়ের পরিবর্তে আতঙ্কিত রোগীর পরিবার।
রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে সাধারণত ওষুধ পাঠানো হয় কলকাতার সরকারি স্টোর থেকে। তাহলে কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোরে রোগীদের কিভাবে দেওয়া হল বাংলাদেশি ওষুধ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই ঘটনায় বড়সড় দূর্ণিতির গন্ধ পাচ্ছেন অনেকেই। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিত্‍সক মহল থেকে আমজনতার মধ্যে। হতবাক হয়ে গিয়েছেন সকলেই।

অভিযোগ বেশ কয়েক দিন ধরেই কাঁথি মহকুমা হাসপাতাল থেকে বাংলাদেশে তৈরি সেফ্রাডিন, ডক্সিসাইক্লিনের মতো একাধিক ওষুধ দেওয়া হয়েছে। সেই ওষুধের মোড়কে বাংলা হরফে লেখা দেখেই সন্দেহ হয়। এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতার সেন্ট্রাল স্টোর থেকে ওষুধ কাঁথির হাসপাতালে পৌঁছেছিল বলে জানা যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, সেন্ট্রাল স্টোরের কাছ থেকে এ বিষয়ে জরুরি রিপোর্ট তলব করা হয়েছে। এই ধরনের ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য ভবন এর তরফ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে এ ঘটনায় সংক্রান্ত একটি রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্যকর্তাকে দিতে হবে ।

Related Articles

Back to top button
error: