টিডিএন বাংলা ডেস্ক: রাতে ভেঙে পড়লো বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। জানা গিয়েছে, এদিন ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ ভেঙে পড়ে ইউক্রেনের বায়ুসেনার একটি বিমান। তাতে আগুন লেগে মৃত্যু হয় ২২ জনের। জখম হন আরো বেশ কয়েকজন। যদিও ঘণ্টাখানেকের প্ৰচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রকের উপ-মন্ত্রী অ্যান্টন জেরাশেংকো সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘গোটা ঘটনায় আমি বিস্মিত। এখনও পর্যন্ত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। কীকারণে এই দুর্ঘটনা ঘটল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’