দেশ ১২ ঘণ্টার মধ্যে লাদাখে দুবার ভূমিকম্প By TDN Bangla - 26 September 2020 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: ১২ ঘণ্টার মধ্যে লাদাখে দুবার ভূমিকম্প। শনিবার ভোররাতে ফের ভূ-কম্পন অনুভূত হলো লাদাখে। তীব্রতা ছিল ৩.৭। যদিও কম্পন মৃদু হওয়ায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। পাশাপাশি শুক্রবার বিকেলে নাগাদ কম্পন অনুভূত হয় লাদাখে। যার তীব্রতা ছিল ৫.৪।