নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: জঙ্গী সন্দেহে মুর্শিদাবাদের নয় যুবকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন জানান, “মুর্শিদাবাদে জঙ্গী সন্দেহে নয়জন যুবককে গ্রেফতারের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। বার বার কেন এধরনের ঘটনা ঘটছে তা গভীরভাবে অনুসন্ধান করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে বাংলার যুব সমাজের সত্যিই যদি কোন লিংক তৈরি হয় তাহলে তা যেমন বিপদজনক, তেমনি শুধু সন্দেহ বসত বার বার যুবকদের গ্রেফতার করা ও আট দশ বছর পর নির্দোষ বলে ছেড়ে দেওয়াটাও চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। এ পর্যায়ে গোয়েন্দা বিভাগ ও নিরাপত্তা বিভাগকে খুবই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, প্রচার মাধ্যমকেও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিলকে তাল করে টি আর পি বাড়ানোর ধান্দায় না থেকে জনসমক্ষে সঠিক বিষয়টা তুলে ধরা তাদের দায়িত্ব। মনসা সেন বলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। তবে আবার দেশের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করার বিষয়েও প্রশ্নাতীতভাবে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে তিনি সরকার,প্রচার মাধ্যম ও যুব সমাজের কাছে আরো দায়িত্বশীল হওয়ার আবেদন জানান।