দেশ

সরকারের রাষ্ট্রীয় পরিকল্পনায় কখনো কৃষক-শ্রমিকরা অন্তর্ভুক্তই ছিলেন না; দেশজুড়ে কৃষক আন্দোলনকে সমর্থন করে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন কানহাইয়া কুমার

টিডিএন বাংলা ডেস্ক: সংসদে কৃষি বিল পাশ হওয়ার পর থেকেই তা নিয়ে বিরোধিতা করেছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি। আজ সেই আন্দোলন ভারত বন্ধের আকার নিয়েছে। গতকালই পাঞ্জাবের কৃষক সংগঠনগুলি তিন দিনব্যাপী রেল অবরোধের সূচনা করেছে। তাদের এই আন্দোলনকে সমর্থন করে আজ গোটা দেশের কৃষক সংগঠনগুলি মিলিত হয়ে বিরোধ প্রদর্শন করছে। দেশজুড়ে চলতে থাকা এই কৃষক আন্দোলনকে সমর্থন করে প্রায় সবকটি বিরোধীদলের রাজনৈতিক নেতারাই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। কৃষকদের সমর্থন করে একের পর এক সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন বিরোধী দলনেতারা। বাদ যাননি একসময়ের ছাত্রনেতা তথা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই)-র নেতা কানহাইয়া কুমার। তাঁর দাবি, কেন্দ্র সরকারের রাষ্ট্র পরিকল্পনায় কৃষক-মজুররা কোনদিন অন্তর্ভুক্তই ছিলেন না।

এদিন কৃষক আন্দোলন প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে কানাইয়া কুমার লেখেন,”আজ পুরো দেশ জুড়ে অন্নদাতারা কালাকানুনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিরোধ প্রদর্শন করছেন কিন্তু তাতে সরকার এবং রাষ্ট্রের নামে মিথ্যে কোন্দল করা খবর পরিচালক বা পরিচালিকাদের কোন ফারাক পড়ে না। আসলে, এদের রাষ্ট্রের পরিকল্পনায় কৃষক-শ্রমিকরা অন্তর্ভুক্তই ছিলেন না।”

Related Articles

Back to top button
error: