HighlightNewsরাজ্য

রিসড়ায় সংঘর্ষের পরে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে জাতীয় মানবাধিকার দলকে বাধা দিল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হুগলি জেলার রিসড়ায় সংঘর্ষের পরে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গেলে পুলিশ তাদের বাধা দিয়েছে বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার দলের সদস্যরা। দলের সদস্য ভাবনা বাজাজ বলেন, পুলিশ আমাদের এখানে বাধা দেয়। সরকার কী লুকাতে চায়? আমরা শুধু ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে চাই কিন্তু আমাদের আর যেতে দেওয়া হচ্ছে না। এই ঘটনার পর কতদিন হলো? রাজ্য সরকার কি আইনশৃঙ্খলা রক্ষায় অপারগ? আমি একাই ভিকটিমদের সাথে দেখা করতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে ১৪৪ ধারায় আসছি?

উল্লেখ্য, রাজ্যের একাধিক অঞ্চলে রাম নবমী থেকে শুরু হওয়া সহিংসতা পরের তিন দিন পর্যন্ত অব্যাহত ছিল। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button
error: