রাজ্য

পুরোহিতদের সাম্মানিক ভাতা দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্ণিশ জানালেন বিধায়ক ইদ্রিস আলী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: পুরোহিতদের মাসে এক হাজার করে টাকা সাম্মানিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে কুর্ণিশ জানালেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। এদিন দলিত সাহিত্য ত্র্যাকাডেমি গঠন এবং মতুয়া উন্নয়ন পর্ষদের পূন’গঠনের সিদ্ধান্তে সব মানুষের খুশি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ইদ্রিস আলী জানান, বিজেপি কেন্দ্রে শাসনে আসার পর ভারতবর্ষের অর্থনীতি একেবারে দুর্বল হয়ে পড়েছে। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক মানুষের ব্যাংক একাউন্টে ১৫ লাখ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের জায়গায়, বিজেপি নেতাদের কালো টাকা তিনি বিদেশে পাঠিয়েছেন। বছরে দুকোটি বেকারদের চাকরি দেবার নামে ধাপ্পাবাজি করেছেন।বিজেপি শাসিত রাজ্য গুলির অবস্হা যখন খুবই খারাপ তখন বাংলা দখলের স্বপ্ন দেখছেন বিজেপির নেতারা। বিধায়ক ইদ্রিশ আলি বলেন, ওদের স্বপ্ন কোনদিন সফল হবে না। মমতা ব্যানার্জি যতদিন জীবত থাকবেন ততদিন বাংলার মানুষ তাকে মাথায় করে রাখবেন। এদিন বিজেপির বুথ সভাপতি সহ ৭০ জন বিজেপির নেতা, সক্রিয় কর্মীরা তূণমুল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তূনমুল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক ইদ্রিশ আলি।

Related Articles

Back to top button
error: