২১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিভিন্ন রুটে চলবে ৪০ টি ক্লোন ট্রেন; এক নজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা
টিডিএন বাংলা ডেস্ক: ২১ সেপ্টেম্বর থেকে নির্বাচিত কয়েকটি রুটে মোট ৪০ টি ক্লোন ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি শ্রমিক স্পেশাল এবং স্পেশাল ট্রেনের থেকে আলাদা হবে। বর্তমানে মোট ৩১০ ট্রেন চলছে। যার সাথে ৪০ টি ক্লোন ট্রেন চালানো হবে। এই ক্লোন ট্রেন গুলি সেই সমস্ত জায়গায় চালানো হবে আগে থেকেই ট্রেনের দাবি করা হচ্ছে বা ওয়েটিং লিস্ট রয়েছে সেই সমস্ত জায়গায় একচুয়াল ট্রেন চালানোর আগে এই ক্লোন ট্রেন চালানো হবে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ট্রেন গুলির মধ্যে ১৯ জোড়া ট্রেনের জন্য হামসফর এক্সপ্রেসের ভাড়া নেওয়া হবে। লখনৌ থেকে দিল্লী পর্যন্ত নন ট্রেনের টিকিটের দাম জনশতাব্দি এক্সপ্রেসের ভাড়ার সমান হবে। এই সমস্ত ট্রেনে যাত্রা করতে গেলে ১০ দিন আগে টিকিট কাটতে হবে। এর পাশাপাশি ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে স্থগিতাদেশসীমাবদ্ধ করার সময় রাজ্য সরকারের পরামর্শগুলি মাথায় রাখা যেতে পারে।
ক্লোন ট্রেনের উদ্দেশ্য হ’ল অপেক্ষার তালিকার ঝামেলা দূর করা। ক্লোনড ট্রেনে কেবল সেই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন, যাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওয়েটিং টিকিট কাটা থাকবে। এই ট্রেনগুলি দিল্লি থেকে বিহার, বিহার থেকে দিল্লি, বিহার থেকে অমৃতসর এবং অমৃতসর থেকে বিহার ও নয়াদিল্লি থেকে লখনউ পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে,এই ট্রেনগুলি সহরসা থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে সহরসা, রাজগীর থেকে নয়াদিল্লি, নয়া দিল্লি থেকে রাজগীর, দারভাঙ্গা থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে দারভাঙ্গা, মুজফফরপুর থেকে দিল্লি, দিল্লি থেকে মুজফফরপুর, রাজেন্দ্র নগর থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে রাজেন্দ্র নগর, কাটিহার থেকে দিল্লি, দিল্লি থেকে কাটিহার, নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি, জয়নগর থেকে অমৃতসর, অমৃতসর থেকে জয়নগর, বারাণসী থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে বারাণসী, বলিয়া থেকে দিল্লি, দিল্লি থেকে বলিয়া, লখনৌ থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে লখনৌ, সেকেন্দ্রাবাদ থেকে দানাপুর, দানাপুর থেকে সেকেন্দ্রাবাদ, ভাস্কো থেকে নিজামুদ্দী, নিজামুদ্দী থেকে ভাস্কো, বেঙ্গালুরু থেকে দানাপুর, দানাপুর থেকে বেঙ্গালুরু, যশবন্তপুর থেকে নিজামউদ্দিন, নিজামুদ্দিন থেকে যশবন্তপুর, আহমেদাবাদ থেকে দারভাঙ্গা, দারভাঙ্গা থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে দিল্লি, দিল্লি থেকে আহমেদাবাদ, সুরত থেকে চাপড়া, চাপড়া থেকে সুরত, বান্দ্রা থেকে অমৃতসর, অমৃতসর থেকে বান্দ্রা,আহমেদাবাদ থেকে পাটনা এবং পাটনা থেকে আহমেদাবাদে চলবে।