HighlightNewsদেশ

করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: আজ বিকেল পাঁচটায় করোনা পরিস্থিতি এবং তিকাকরন নিয়ে বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গেছে। তবে, দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমনের হার যখন কিছুটা কমের দিকে, কমেছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যানও এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভাষণে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তাই নিয়েই জল্পনা তুঙ্গে। আশা করা হচ্ছে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে ২০ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভাষণে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় চিন্তা ভাবনা করে লকডাউন জারি করার কথা বলেছিলেন তিনি। একইসাথে ধৈর্য এবং অনুশাসনের মাধ্যমে করোনা মোকাবিলার কথাও বলেন তিনি।

Related Articles

Back to top button
error: