HighlightNewsদেশ

আজ প্রকাশিত হবে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল; সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা

টিডিএন বাংলা ডেস্ক: আজ প্রকাশিত হবে ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। একদিকে রয়েছে ১৫ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নেতৃত্বে এনডিএর “ডবল ইঞ্জিন” সরকার আর অপরদিকে, রয়েছে লালু যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিরোধীদের মহাজোট। একদিকে নীতিশ কুমারের সমর্থনে বিজেপির দাবি এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করবে এনডিএ এবং বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার আর অপরদিকে, অধিকাংশ এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিরোধী মহাজোটেরই রয়েছে জয়ের সম্ভাবনা।

গতকালই বিহারে এনডিএর জয়ের নিশ্চয়তা নিয়ে দাবি করেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন। এদিকে অধিকাংশ এক্সিট পোলের ফলাফলের রিপোর্ট অনুযায়ী, আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে বিরোধী মহাজোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে বিজেপির জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেনের দাবি, বিহারে অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গঠন হতে চলেছে এবং নীতীশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করবেন।

একটি বিবৃতি জারি করে শাহনাওয়াজ হুসেন বলেছেন,”বিহারের তিন দফার নির্বাচন সমাপ্ত হওয়ার পরে একটি বিষয় নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কে জনগণের মধ্যে প্রচুর উৎসাহ আছে এবং বিপুল সংখ্যায় ভোটাররা এনডিএকে সমর্থন করে নির্বাচনে ভোট দিয়েছেন।” এক্সিট পোলের অনুমানকে প্রত্যাখ্যান করে তিনি আরো বলেন,”কাল অর্থাৎ ১০ নভেম্বর দুপুর ১২ টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে যে বিহারে অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার গঠন হতে চলেছে এবং নীতীশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন।”

এ প্রসঙ্গে ২০১৫ সালের এক্সিট পোলের কথা উল্লেখ করে শাহনাওয়াজ হুসেন বলেন,”সেই সময় এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছিল। এর পিছনে কারণ কারণ হলো রাজ্যে জনসংখ্যার তুলনায় এক্সিট পোলের স্যাম্পলের আকার খুব ছোট হয়। তাই এর কোন বাস্তবতা নেই।”

Related Articles

Back to top button
error: