রাজ্য

হাজী আক্তার হোসেন স্মরণে বাংলা ব্যাপী শহীদ দিবস ও মদ বিরোধী বিক্ষোভ পালন করবে ওয়েলফেয়ার পার্টি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: মদ বিরোধী আন্দোলন করতে গিয়ে মৃত হাজী আখতার হোসেন স্মরণে
বাংলা ব্যাপী শহীদ দিবস ও মদ বিরোধী বিক্ষোভ পালন করবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্টির পক্ষ থেকে জানানো হয়, “করোনা অতিমারীর সংকট কালে যখন সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশও সার্বিকভাবে লড়াই করছে, তখন আমাদের গর্বের বাংলার সমাজ জীবনকে ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে মদ নামক এক নিষিদ্ধ মারণ পানীয় । পরিতাপের হলেও সত্যি যে, “মা-মাটি-মানুষ”-এর সরকার নামে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় যে সরকার ক্ষমতাসীন, তাদের হাত ধরেই মানবতাকে আচ্ছন্নকারী এই নিষিদ্ধ পানীয়টিকে ক্ৰমে ক্ৰমে আরও সহজলভ্য করে দিয়ে রমরমিয়ে তার বিপণনের সকল আয়োজন করা হচ্ছে । আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে মদ নিষিদ্ধ হলেও বাংলায় আবগারি নীতির পরিবর্তন এনে দিনের পর দিন এই ধ্বংসাত্মক পানীয়টিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে তা ন্যাক্কারজনক । আমরা মনে করি, কোনও সভ্য সমাজের জনকল্যাণমূলক অর্থনীতিতে মদ নামক নিষিদ্ধ পানীয়র সয়লাব বৈধতা পেতে পারে না । তাই, আমাদের স্লোগান,”মদ চাই না, দুধ চাই । মদ মুক্ত বাংলা চাই ।” পার্টির এই মূল্যবোধর উপরে দাঁড়িয়েই সোনার বাংলার ভিত্তি রচিত হতে পারে।

এদিন পার্টির পক্ষ থেকে মদ-মুক্ত সমাজ গড়ার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ২০১৩ সালের ১১ই নভেম্বর আততায়ীদের হাতে শহীদ পার্টির সামশেরগঞ্জ ব্লক কোষাধ্যক্ষ হাজী আক্তার হোসেনের মৃত্যুদিনকে সারা বাংলাব্যাপী শহীদ দিবস ও মদ-বিরোধী দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে ২০ টাকায় দেশী মদের পাউচ প্যাক আনার রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের বিরোধিতায় ওয়েবিনার, প্রেস রিলিজ প্রদান,
অনলাইন পোস্টার ক্যাম্পেন পরিচালনা,
লোকাল পর্যায়ে বিডিওকে ডেপুটেশন,
পথসভা, মিছিল, মানব বন্ধন কর্মসূচী করা হবে বলেও জানান হয়েছে।

Related Articles

Back to top button
error: