সাধারণ সংক্রমণ, কাশি এবং জ্বরের ফিক্সড ডোজ কম্বিনেশনের ১৪টি ওষুধের বিক্রি নিষিদ্ধ

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকার ১৪টি ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের বিক্রি নিষিদ্ধ করেছে। সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল ডিসপারসিবল ট্যাবলেট, নিমেসুলাইড, ক্লোরফেনিরামাইন ম্যালেট সহ মোট ১৪টি ওষুধ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই সমস্ত ওষুধের কারণে কী ক্ষতি হয় তা জানা যায়নি এবং সেগুলি মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

স্বাস্থ্য মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে সাধারণ সংক্রমণ, কাশি এবং জ্বরের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পর কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। কমিটি তাদের রিপোর্টে বলেছে যে, এই ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের কোনো চিকিৎসা যৌক্তিকতা নেই এবং সব ওষুধই মানুষের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) হল এমন ওষুধ যা দুই বা ততোধিক ওষুধের সমন্বয়ে তৈরি করা হয়। বিশেষজ্ঞ কমিটি বলেছে, এসব ওষুধ বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা প্রয়োজন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটি এবং ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড দেশে এই সব ওষুধের ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

এর আগে ২০১৬ সালে একই ধরনের ৩৪৪টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। এবার কেন্দ্র সরকার সাধারণ সংক্রমণ, কাশি এবং জ্বরের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিষিদ্ধ করেছে।