HighlightNewsদেশ

লাভ জিহাদের বিরুদ্ধে আইনের বিরোধিতা করবে সমাজবাদী পার্টি; জানালেন অখিলেশ যাদব

টিডিএন বাংলা ডেস্ক: লাভ জিহাদের বিরুদ্ধে আইনের বিরোধিতা করবে সমাজবাদী পার্টি। সাফ জানিয়ে দিলেন অখিলেশ যাদব। বিজেপির বিরুদ্ধে লাভ জিহাদ সহ আরও একাধিক ইস্যুতে সরব অখিলেশ যাদবের দাবি, বিজেপি সরকারের থেকে ভালো এবং বড় মিথ্যে কথা কেউ বলতে পারে না। অখিলেশের দাবি, কৃষকদের উপর এমন অত্যাচার কোন সরকার করেনি যতটা বিজেপি করছে।

এদিন একটি সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশের আর্থিক অবস্থার উন্নতি তখনই সম্ভব যখন কৃষকদের আয় দ্বিগুণ হবে কি। বিজেপি সরকার মানুষের ঘরবাড়ি ভাঙছে অথচ তাদের নিজেদের নকশা কবে প্রস্তুত হবে তা জানাবে না। তার অভিযোগ, কৃষকদের ওপর বিজেপি সরকার যতটা অত্যাচার করেছে অন্য কোন সরকার তা করেনি।

শুধু তাই নয়, লাভ জিহাদ প্রসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন অখিলেশ যাদব। তাঁর দাবি সরকার রাজ্যের আসল বিষয় গুলির প্রতি যাতে মানুষের নজর না যায় সেই জন্য এ ধরণের বিষয় নিয়ে আইন তৈরী করতে ব্যস্ত। এমনকি অখিলেশ যাদব বলেন, লাভ জিহাদ নিয়ে আইন করার আগে যোগী সরকারের উচিত সংবিধানের ২১ নম্বর ধারা পড়ে নেওয়া। শুধু তাই নয় ইন্টার কাস্ট এবং ইন্টার রিলিজিয়ান বিবাহের ক্ষেত্রে সরকারের ৫০০০টাকা করে দেবার নীতির প্রসঙ্গ উল্লেখ করে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার বিষয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে পাল্টা কটাক্ষ করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির পক্ষ থেকে লাভ জিহাদের এই আইনের বিরোধিতা করা হবে বলেও জানান তিনি।

পাশাপাশি অখিলেশ যাদবের দাবি উত্তরপ্রদেশ সরকার যে কোন সময় যে কাউকে ফাঁসিয়ে দিতে পারে, জেলে পাঠিয়ে দিতে পারে। এ প্রসঙ্গে আজম খানের সঙ্গে হওয়া ঘটনা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন আজম খানের সঙ্গে যে অন্যায় হচ্ছে তার কল্পনাও করা যায় না। এই অন্যায় শুধুমাত্র এই জন্য হচ্ছে তার কারণ আজম খান ভালো বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন।

 

Related Articles

Back to top button
error: