HighlightNewsদেশ

মধ্যপ্রদেশ উপনির্বাচনে বহুমত আশা করছে শিবরাজ সরকার; ফিরে আসার আশায় রয়েছেন কমলনাথ

টিডিএন বাংলা ডেস্ক: আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আজ মোট ২৮ টি আসনে উপনির্বাচন হচ্ছে মধ্যপ্রদেশে। মোট ১২ জন মন্ত্রী সহ ৩৫৫ প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। মধ্যপ্রদেশের ২৫টি আসনে থাকা কংগ্রেস বিধায়করা বিজেপিতে যোগদান করার জন্য এবং বাকি তিনটি আসনে বর্তমান বিধায়করা মারা যাওয়ার কারণে মোট ২৮টি আসনে উপনির্বাচন করা হচ্ছে। মধ্যপ্রদেশে প্রথমবার ২৩০টি বিধানসভা আসনের মধ্যে একসাথে ২৮ টি বিধানসভা আসনের উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।একদিকে বহুমতের আশা করছে শিবরাজ সিং চৌহান সরকার অপরদিকে ২৮ টি বিধানসভা আসন এ ফিরে আসার আশায় বুক বাঁধছে কংগ্রেস। বর্তমানে মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে রয়েছে মোট ১০৭ টি আসন। কংগ্রেসের কাছে রয়েছে ৮৭ টি আসন। এই পরিস্থিতিতে শিবরাজ সরকারকে বহুমত পেতে গেলে আরো ৯ টি আসনে জয়লাভ করতে হবে।

Related Articles

Back to top button
error: