রাজ্য
যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার শহরের রেল কলোনি এলাকায়। মৃত যুবকের নাম দীপক রবি দাস(২২)। তার মা সুশীলা রবিদাস রেলকর্মী। শহরের দেশবন্ধূপারা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তারা। জানা গিয়েছে, রবিবার থেকে নিখোঁজ ছিল ওই যুবক। আজ সকালে শহরের রেল কলোনি এলাকায় একটি জলাশয় মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ।