HighlightNewsদেশ

লোকসভা, রাজ্যসভা মিলিয়ে কংগ্রেসের কাছে ১০০ সাংসদও নেই: নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: আজ একদিকে বিহারে দ্বিতীয় চরণের নির্বাচন পর্ব চলছে আর অপরদিকে তৃতীয় চরণের নির্বাচনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমর্থনে বিহারে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বিরোধী শিবিরকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিহারে আরারিয়ায় একটি জনসভা থেকে আরজেডি-কংগ্রেস-বাম জোটকে আক্রমণ করে বলেন, প্রথম ও দ্বিতীয় চরণে জমা পড়া ভোটের খবর অনুযায়ী বিহারে রংবাজি, রংদারি হারছে আর বিকাশ জিতছে। বিহারের পরিচয় এবার বদলাচ্ছে। আজ বিহারে অহঙ্কার হারছে, পরিশ্রম জিতছে। আজ বিহারে ঘোটালা হারছে, মানুষের অধিকার আবার জয়লাভ করছে।

তিনি আরো বলেন, কংগ্রেস মিথ্যা বলে দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। কংগ্রেসপন্থীরা বলত যে তারা দারিদ্র্য দূর করবে, কৃষকদের ঋণ মাফ করবে। কংগ্রেস অনেক কথা বলেছিল, কিন্তু একটিও কাজ করেনি। আজ, কংগ্রেসের অবস্থা এমন যে লোকসভা এবং রাজ্যসভা উভয় একত্রিত করে কংগ্রেসের একশো সাংসদ সদস্যও নেই। মোদী আরো বলেন, এমন অনেক রাজ্য রয়েছে যেখানে জনগণ কংগ্রেসকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। অনেক রাজ্য কংগ্রেসের একজন সদস্যকেও লোকসভা এবং রাজ্যসভায় প্রেরণ করেনি। বিহার, উত্তরপ্রদেশে কংগ্রেস তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানে কাউকে অনুসরণ করে বাঁচার চেষ্টা করছে।

Related Articles

Back to top button
error: