HighlightNewsআন্তর্জাতিক

পরিস্থিতি কিছুটা স্বভাবিক, জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কা সরকারের

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ কয়েক মাস ধরে চলা তীব্র আন্দোলনের জেরে শ্রীলঙ্কায় উৎখাত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়ায় হিংসাত্মক হয়ে ওঠে। একে একে পোড়ান হয় নেতা-মন্ত্রিদের বাড়ি থেকে শুরু করে সরকারি সম্পত্তি। পরিস্থিতি সামাল দিতে মাহিন্দা জরুরি অবস্থা জারি করেন। তবে মাহিন্দা সরকার এখন অতিত। বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ ক্ষমতায় এসেই পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দিল শ্রীলঙ্কা সরকার। এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তরের তরফে একথা জানানো হয়েছে।

বলা হচ্ছে স্বাধিনতার পর থেকে গত ৭০ বছরের ইতিহাসে এই প্রথম কঠিন আর্থিক সংকটে মধ্যে আছে শ্রীলঙ্কা। দেউলিয়া হয়ে যাওয়া এই দ্বীপরাষ্ট্রটি ঋণের ভারে জর্জরিত। বর্তমানে দেশটিতে না আছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। আর না আছে ওষুধ, জ্বালানি, বিদ্যুতের মত অপরিহার্য জিনিসগুলি। চরম আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কার মানুষ গত মাস থেকে রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভ করছেন।

Related Articles

Back to top button
error: