HighlightNewsরাজ্য

ইলিশের দেখা মিলছে না সেভাবে, কড়া পদক্ষেপের পথে রাজ্য মৎস্য দপ্তর

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃবিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বাংলাতে ইলিশ মাছের দেখা আর সেভাবে পাওয়া যাচ্ছে না। এরজন্য রাজ্য মৎস্য দফতর মৎস্যজীবীদের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করেছেন। তাদের মতে মৎস্যজীবীরা ইলিশ বেড়ে ওঠার পূর্বেই তা ধরে বাজারে নিয়ে যাচ্ছেন। যে সময়ে ইলিশ ডিম পারে তার পূর্বেই যদি ইলিশ বাজারে নিয়ে আসা হয় তাহলে ইলিশের আকাল তো পড়বেই। তাই এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এ প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, “ছোট ইলিশ ধরলে বাতিল হবে ট্রলারের রেজিষ্ট্রেশন।” শুক্রবার হলদিয়া উন্নয়ন ব্লকের আয়োজনে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দুই বছর দীঘাতে ইলিশের সেভাবে দেখা মিলছে না। ছোট ইলিশ ধরলে এবার থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য মৎস্য দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ছোট ইলিশ মাছ ধরলে বা ট্রলারে ছোট ফাঁসের জাল থাকলে সেই ট্রলারের রেজিষ্ট্রেশন বাতিল করা হবে। একই সঙ্গে মৎস্যজীবীদের বায়োমেট্রিক কার্ড বাতিল করা হবে। ছোট ইলিশ ধরা বন্ধ করতে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে নজরদারি শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button
error: