HighlightNewsরাজ্য

মুচিপাড়া এলাকায় বিশৃংখলার অভিযোগ গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ মুচিপাড়া থানা এলাকায় বিজেপির বিশৃঙ্খলা ঘিরে রাজনৈতিক পারদ চড়ল। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পুলিশ বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করেছে। অভিযোগ, বিজেপি নেতার পরিচালনাধীন একটি ক্লাব থেকে মহিলাদের উত্যক্ত করা সহ নানান অসামাজিক কাজ চলছিল কিছুদিন ধরে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। সেই সময় বিজেপি কর্মীরা মুচিপাড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমনকি সুজন ভাই নেতৃত্বে বিজেপি কর্মীরা একটি দোকান ভাঙচুর করে বলেও অভিযোগ। আরও অভিযোগ উঠেছে সেই সময় পুলিশ ব্যাবস্থা নিতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা । এই ঘটনায় সজল ঘোষকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পড়তে হয় কর্তব্যরত পুলিশকে। বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে ধরে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ। সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে আসা হলে বিজেপি কর্মীরা থানায় ঢুকে গিয়ে পুলিশকে হুমকি পর্যন্ত দেয়। অবশ্য পুলিশের পক্ষ থেকে গোটা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয় বলে খবর। উল্লেখ্য যে, রাজ‍্যে বিধানসভা ভোটের পর থেকেই বিজেপি নেতৃত্ব অভিযোগ করছেন বাংলাতে গুন্ডারাজ চলছে। তারা আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু এখন তাদেরই নেতাকর্মীদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠায় স্বভাবতই অস্বস্তিতে পড়বে বঙ্গ বিজেপি নেতৃত্ব এমনই মনে করছেন অভিজ্ঞ মহল। অবশ্য মুচিপাড়া থানার এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বা বিজেপি কারোরই বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: