আবারও ত্রিপুরা সফরে বাংলার তৃণমূলের নেতারা

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আবারও ত্রিপুরা সফরে এলেন ব্রাত্য বসু। সেই সঙ্গে আসলেন তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েক জন সাংসদ। তাদের মধ্যে আছেন মুর্শিদাবাদের আবু তাহের, হাওড়ার প্রসূন ব্যানার্জি,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার প্রমুখ। আগরতলা মহারাজা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ও কর্মীরা। শুক্রবার সকালে পৌনে এগারটা নাগাদ ব্রাত্য বসুর ত্রিপুরায় পৌঁছান বলে জানা গিয়েছে।প্রসঙ্গত,ত্রিপুরায় তৃণমূলের ছাত্র নেতাদের উপর গেরুয়া আক্রমনের পর থেকেই টানা ত্রিপুরা সফর শুরু করেছেন তৃণমূলের নেতারা। লক্ষ্য ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার রাজনৈতিক জমিকে তৃণমূলের পক্ষে উর্বর জমি করে তোলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিশেকসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজয় তাদেরই হবে বলে ঘোষণা করেছেন। ত্রিপুরাতে তৃণমূলের এই রণং দেহি রূপ স্বভাবতই চিন্তায় ফেলেছে বিজেপি নেতৃত্বকে। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা। যার ফলে ত্রিপুরা তৃণমূলের ক্ষমতা আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।