রাজ্য

পশ্চিমবঙ্গে প্রায় ৫৫ লাখ কৃষকের হাতে কিষান ক্রেডিট কার্ড তুলে দেওয়ার উদ্যোগ রাজ্যের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: রাজ্যের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্য সরকারের কর্মতৎপরতা যেন ততই বেড়ে চলেছে। কিছুদিন আগেই বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়ার পর রাজ্য সরকার এবার কৃষকদের নিয়ে নতুন চমক দিলেন। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের প্রায় ৮ লাখ কৃষকের ঘরে কিষান ক্রেডিট কার্ড (কেসিসি) পৌঁছে যাবে এবং আগামী দিনে রাজ্যের প্রায় ৫৫ লাখ কৃষকের ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মূলত রাজ্যের যারা প্রান্তিক কৃষক, যারা চলতি লকডাউনে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত সাহায্যার্থে রাজ্য সরকার এই স্কিমকে ব্যবহার করতে চাইছে। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা রাজ্যের প্রায় ২ লাখ কৃষক সর্বপ্রথম এই সুবিধা পাবে যারা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ না নিয়েই তাদের কৃষিকাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ২০ লাখ কেসিসি কৃষকদের মধ্যে সরবরাহ করার চেষ্টা করছে। এই মুহূর্তে সরকারি মতে রাজ্যে মোট ৭২ লাখ কৃষক রয়েছেন যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ কৃষকের কাছে কেসিসি রয়েছে। কিন্তু রাজ্য সরকার খুব অল্প সময়ের মধ্যে কেসিসি বন্টন করে ৫৫ লাখের কোঠায় পৌঁছাতে চাইছে। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মনে করেন, রাজ্যের প্রায় ১০ লাখ কৃষকের ঋণ নেওয়ার প্রয়োজন নেই কারণ তারা আর্থিকভাবে স্বাবলম্বী। তিনি আরো জানান, “আমরা কেসিসি স্কিমের মাধ্যমে রাজ্যের দুঃস্থ কৃষকদের আর্থিক উন্নতির চেষ্টা করছি”। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো,পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের মৎস্যজীবী ও পশুপালন কারীদেরও কিষান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছে। এদিকে বিধানসভা ভোট হতে যখন হাতে এক বছরের চেয়েও কম সময় বাকী, তখন রাজ্য সরকার কেসিসি নিয়ে এত তৎপর কেন এই নিয়েই আম জনতার মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। কেউ বলতে চাইছেন রাজ্য সরকার কৃষকদের নিয়ে ভোটব্যাঙ্ক বাড়াতে চাইছে তো অন্য পক্ষ বলছে আসলে কৃষকদের অবস্থার উন্নতিই সরকারের প্রধান লক্ষ্য। তবে উদ্দেশ্য যাই থাক, কেসিসির বাস্তব প্রয়োগ কতটা কার্যকরী হবে সেটাই এখন রাজ্যের শাসকগোষ্ঠী কে চিন্তায় রেখেছে।

Related Articles

Back to top button
error: