রাজ্য

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য চেয়ে বিজ্ঞপ্তি জারি, স্বাগত জানালো এসআইও

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ঘোষিত বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য চেয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। শুক্রবার এক নোটিশ জারি করে উপাচার্যের জন্য আবেদন পত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে উপাচার্য চেয়ে বিজ্ঞপ্তি জারীকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠন এসআইও। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় জেলার ৮০ লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এসআইও পশ্চিমবঙ্গের দীর্ঘ ছয় বছরের আপোষহীন সংগ্রামের ফলশ্রুতিতে ২০১৮ সালের শুরুতে রাজ্য সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে। এবছরও ১০ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে পথে নামে মুর্শিদাবাদ জেলা এসআইও। সংগঠনের দাবি মেনেই আজ উচ্চ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম উপাচার্য পদের জন্য আবেদন পত্র চেয়ে নোটিশ প্রকাশ করা হয়েছে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানায়। সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি বলেন, “সংগঠনের দাবি মেনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবেদন পত্র চাওয়ার জন্য রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরকে আমরা সাধুবাদ জানাই।” তিনি জানান, বিলম্বিত হলেও উচ্চশিক্ষা দপ্তরের এই পদক্ষেপ জেলার পড়ুয়াদের মনে আশা জাগিয়েছে। তিনি উচ্চ শিক্ষা দপ্তরের প্রতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বাকি কাজ দ্রুত সম্পন্ন করে পঠনপাঠন শুরু করার দাবি জানান।

Related Articles

Back to top button
error: