ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি। শুক্রবার মস্কোতে ভারতীয় সময় রাত সাড়ে নয়টা নাগাদ এই বৈঠক হয়। বৈঠক চলে প্রায় দু’ঘণ্টা কুড়ি মিনিট। উল্লেখ্য, বৃহস্পতিবারই বৈঠকের জন্য চিনের প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে আবেদন জানানো হয়।