স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে স্কুটারে ১৩০০ কিলোমিটার পাড়ি ঝাড়খন্ডের যুবক

টিডিএন বাংলা ডেস্ক: স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে স্কুটারে ১৩০০ কিলোমিটার পাড়ি ঝাড়খন্ডের যুবক ধনঞ্জয় মাঝি। মূলত স্ত্রীকে শিক্ষিকা বানাতেই লকডাউনকে তোয়াক্কা না করে ১৩০০ কিলোমিটার স্কুটার চালিয়ে মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ওই যুবক। দীর্ঘ পথ পাড়ি দিতে স্কুটারের জ্বালানি তেলের জন্য স্ত্রীর গয়নাও বিক্রি করতে হয়েছে ধনঞ্জয়কে। জানা গিয়েছে, ওই যুবকের স্ত্রী সোনি হেমব্রম ডিএলএড’এর পরীক্ষায় বসার জন্য আবেদন করলে তাঁর পরীক্ষাকেন্দ্র পড়ে মধ্যপ্রদেশে। কিন্তু করোনা ভাইরাসের জেরে এখনও ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। তাই ট্রেনের ভরসায় বসে না থেকে নিজের স্কুটারে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ধনঞ্জয় জানিয়েছেন, তিন দিন ধরে স্কুটার চালিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন। তবে তাঁর এই সফর খুব সুখকর ছিল না। এক দিকে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাঁর যেমন শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল, অন্য দিকে তেমন পরীক্ষাকেন্দ্রেও যথাসময়ে পৌঁছনোর প্রয়োজন ছিল। ঝাড়খণ্ড থেকে সফর শুরু করেছিলেন। বিহার, উত্তরপ্রদেশ হয়ে গ্বালিয়রে পৌছান তিনি।