নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আজ ২৬ মে শুক্রবার দুপুর ২.৩০-এর সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ডের (ডব্লুবিজেইই)-এর তরফে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। আর সেই মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করলেন কলকাতার রুবি পার্কের বাসিন্দা মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ডিপিএস রুবি পার্কেরই আর এক বাসিন্দা সোহম দাস।
আর কিছুক্ষণের মধ্যেই বৈকাল ৪টা থেকে অনলাইনে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.nic.in-তে দেখা যাবে পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবেন পড়ুয়ারা। এই বছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসে ছিলেন। তাদের মধ্যে থেকে কৃতকার্য হয়েছেন ৯৬,৯১৪ জন। এবার পাশের হার ৯৯.৪ শতাংশ।