HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্টান করবে রাজ্য সরকার

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ৩১ মে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়ার পরপরই ১ জুন ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্টান করবে রাজ্য সরকার। খবরে প্রকাশ, ওই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন উপহার। সাধারণত প্রতি বছরই কলকাতা টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় ছেদ টেনে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে বলে খবর। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বছর দুয়েক রাজ্য সরকারের তরফে কোনও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়নি। এরপর গত বছর থেকে তা আবারও শুরু করা হয়েছে। মূলত মেধাবী শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহ দিতে তাদের দিশা দেখাতে রাজ্য সরকার প্রতি বছরই এই সংবর্ধনা অনুষ্টান আয়োজন করে থাকে।

Related Articles

Back to top button
error: