HighlightNewsদেশ

সংসদ উদ্বোধনের পিটিশনের শুনানি হোলোনা সুপ্রিম কোর্টে: পিটিশন প্রত্যাহার করে নিলেন আবেদনকারী

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২৮ মে নতুন সংসদের উদ্বোধন হবে। ২০টি দল এই অনুষ্ঠান বয়কট করলেও ২৫টি দল এতে অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে নতুন সংসদ ভবন উদ্বোধনের দাবি জানিয়ে আবেদনের শুনানি করেনি সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, বুঝি না আপনারা এমন আবেদন আনেন কেন? এর পেছনে আপনাদের কি উদ্দেশ্য?

এরপর আবেদনকারী অ্যাডভোকেট জয়া সুকিন আবেদনটি প্রত্যাহার করে নেন। কেন্দ্রের তরফে পেশ অ্যাডভোকেট জেনারেল এসজি মেহতা বলেন,পিটিশন প্রত্যাহার করার পরে, তারা হাইকোর্টেও যেতে পারেন।
এই আপত্তি প্রসঙ্গে আদালত জয়া সুকিনকে বলে, আপনি যদি হাইকোর্টে যেতে চান তাহলে আমরা আবেদনটি বাতিল করে দেব। এর জবাবে সুকিন বলেন, আমি হাইকোর্টেও যাব না। আমি চাই না পিটিশন বাতিল হোক, নইলে সরকার এমন উদ্বোধনের জন্য সার্টিফিকেট পাবে। বৃহস্পতিবার এই আবেদনটি করেছিলেন সুকিন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে উদ্বোধনে আমন্ত্রণ না জানিয়ে লোকসভা সচিবালয় সংবিধান লঙ্ঘন করেছে। উদ্বোধন রাষ্ট্রপতিরই করা উচিত।

Related Articles

Back to top button
error: