রাজ্য
লোকাল ট্রেন চালাতে রেলকে চিঠি দিলো রাজ্য
টিডিএন বাংলা ডেস্ক: লোকাল ট্রেন চালাতে রেলকে চিঠি দিলো রাজ্য। শনিবার রাজ্যের পক্ষ থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল এবং বিকেলে লোকাল ট্রেন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন চালু হলেও কঠোর ভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। তবেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য তাদের অনুমতি দেবে। এবিষয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট নিয়ম মেনে যাত্রী নিয়ন্ত্রণ করে মেট্রো চালানো যেমন সম্ভব হয়েছে। ঠিক তেমনি লোকাল ট্রেনও চালু করা যেতে পারে। ইতিমধ্যেই পূর্ব রেলের জিএম-এর কাছে সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে।