বিশ্ব নবীর কার্টুন চিত্রায়ণ দেখে মুসলিমরা হতবাক হয়ে যেতে পারেন, তবে আমি কখনোই মেনে নেব না সহিংসতা ন্যায়সঙ্গত হতে পারে: ইমানুয়েল ম্যাক্রোঁ
টিডিএন বাংলা ডেস্ক: বিশ্ব নবীর কার্টুন চিত্রায়ণ দেখে মুসলিমরা হতবাক হয়ে যেতে পারেন, তবে আমি কখনোই মেনে নেব না সহিংসতা ন্যায়সঙ্গত হতে পারে। খানিকটা সুর নরম করে সম্প্রতি কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরায় এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, নিজেদের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা আমি আমার দায়িত্ব হিসেবে বিবেচনা করি। এর পাশাপাশি সাম্প্রতিককালে ঘটা ফ্রান্সের নিচে চার্চের মধ্যে দুই মহিলার ওপরে প্রাণঘাতী আক্রমণের ঘটনাকে ইসলামী সন্ত্রাস হিসেবে বর্ণনা করেছেন।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, শনিবার ফ্রান্সের নিস গির্জার ভেতরে তিউনিসিয়ার এক যুবক ছুরি দিয়ে ভয়ংকরভাবে তিন জনের ওপর হামলা চালায়। এই ঘটনায় বাইরের কোনো মদদ ছিল কিনা তা নিয়ে এখনও তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ। এর আগে অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ স. নিয়ে একটি কার্টুনচিত্র দেখান স্যামুয়েল পেটি নামে শিক্ষক। এর প্রতিবাদে ওই শিক্ষককে আব্দুল্লাহ আনজোরোভ নামে এক ব্যক্তি গত ১৬ই অক্টোবর প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে গলা কেটে নৃশংসভাবে খুন করে। এই ঘটনার নিন্দা করে পাল্টা কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইন প্রণয়নের নিদান দেন। পাশাপাশি ব্যঙ্গ চিত্রের পক্ষেই সম্মতি দেন। এদিকে এ ধরনের চিত্রণ বা অংকন ইসলামে নিষিদ্ধ হওয়ায় ফরাসি প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মুসলিম ভাবাবেগে আঘাত করেছে। যার ফলশ্রুতি হিসেবে গোটা বিশ্ব জুড়ে মুসলিম সমাজের মানুষেরা ফরাসি বস্তু বয়কটের ডাক দিয়েছেন। এমনকি, কট্টর ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের সরকারের কঠোর অবস্থান নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। এছাড়া কুয়েত, জর্ডন, বাংলাদেশ সহ একাধিক জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা।